চিকিৎসা করতে গিয়ে যেন ঘটি-বাটি বিক্রি করতে না হয় : অভিষেক

এসএসসির রায়ে বিজেপির ছায়া

Must read

প্রতিবেদন : এসএসসির রায় নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, বাংলার প্রতি বিজেপি যে বিমাতৃসুলভ আচরণ করে এই রায়ে তারই প্রতিফলন হয়েছে। যদি কেউ অযোগ্য থেকে থাকে, তার জন্য ১৬-১৭ হাজার লোকের চাকরি যেতে পারে না। যেভাবে আবাসের বাড়ির নাম বাদ দিয়েছে, এক হাজারের জন্য ১৭ লক্ষ মানুষকে বাদ দিয়েছে, সব হিসেব করলে সংখ্যাটা ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে।
শনিবার সোদপুরে ১২০০ বেডের একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই তিনি স্পষ্ট করে বলেন, বাংলায় কেউ কেউ আগুন লাগাতে চাইছে, অশান্তি করতে চাইছে। তা হতে দেওয়া যাবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। বাংলাকে ভাতে মারতে চাইছে, পেটে মারতে চাইছে। কিন্তু যতদিন আমাদের সরকার রয়েছে, ততদিন এই চেষ্টা ব্যর্থ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণত কোনও বেসরকারি বা সরকারি উদ্বোধনী অনুষ্ঠানে যান না। তবে কেন এই বেসরকারি হাসপাতালের উদ্বোধন করতে এসেছেন তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ডায়মন্ড হারবারে সেবাশ্রয় করার সময় এই হাসপাতাল কর্তৃপক্ষ একটি বাচ্চার ১২ ঘণ্টার অস্ত্রোপচার করেছিল অনুরোধ করামাত্রই। তাই তাদের আবেদন ফেলতে পারিনি। এ-প্রসঙ্গেই অভিষেক হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, মানুষ চিকিৎসা করাতে গিয়ে ঘটি-বাটি বিক্রি করতে বাধ্য হয়। আপনারা দেখবেন যাতে অল্প খরচে এই হাসপাতালে সুচিকিৎসা পায়। আগামী কয়েকদিনের মধ্যে এরা ২০০ বেডের মেডিক্যাল কলেজও চালু করতে চলেছে। বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন ১৪ বছরে তারও উল্লেখ করেন অভিষেক। এদিন একই সঙ্গে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন- ডায়মন্ড হারবার মডেল নিয়ে যারা ঠাট্টা করত তাঁদের যোগ্য জবাব

Latest article