আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরপরেই মাঠে নেমে বেশ কড়া ভাষায় ‘ওয়ার্নিং’ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । যদিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সরাসরি কোন নাম লেখেন নি। আজ সোমবার রাতের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘’দল নির্বিশেষে জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের কাছে আমার আর্জি যে তাঁরা যেন স্বাস্থ্য সমাজ বা নাগরিক সমাজের কারও বিরুদ্ধে কোন রকম বিরূপ মন্তব্য না করেন। প্রত্যেকের প্রতিবাদ এবং মতপ্রকাশের অধিকার আছে। প্রত্যেকের প্রতিবাদ এবং মতপ্রকাশের অধিকার আছে আর এই বিষয়টাই বিজেপি-শাসিত রাজ্যের থেকে বাংলাকে স্বতন্ত্র করে তোলে। আমরা নিজেদের সর্বস্ব উজাড় করে ‘বুলডোজার’ মডেল এবং গণতন্ত্রকে দমিয়ে রাখার রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে লড়াই করেছি।”
আরও পড়ুন-ডার্বি জিতল মোহনবাগান
এরপরেই তিনি স্পষ্ট জানান, ”এখন আমাদের গঠনমূলক পদক্ষেপ করতে হবে, যাতে ভবিষ্যতে এরকম ভয়ংকর ঘটনার পুনরাবৃত্তি না হয়। যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছেন এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্ষণের মামলা শেষ করার আইন প্রণয়ন করা হচ্ছে, ততক্ষণ এই লড়াইয়ে বাংলাকে অবশ্যই জোটবদ্ধ হয়ে থাকতে হবে।’’
Public representatives across party lines need to be more HUMBLE and SYMPATHETIC. I urge everyone in @AITCofficial not to speak ill of anyone from the MEDICAL FRATERNITY OR CIVIL SOCIETY. Everyone has the right to protest and express themselves— This is what sets West Bengal…
— Abhishek Banerjee (@abhishekaitc) September 2, 2024