অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। শিশু থেকে প্রবীণ চিকিৎসা পাচ্ছেন সকলেই। বিষ্ণুপুরে সেবাশ্রয় (Sebaashray) চলাকালীন এই স্বাস্থ্য শিবির পরিদর্শনে গেলেন ডায়মন্ড হারবারের সাংসদ। খতিয়ে দেখলেন সমস্ত আয়োজন। চিকিৎসক থেকে শুরু করে শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করতে আসা মানুষের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন তিনি। জানালেন সেবাশ্রয় শিবিরে উপলব্ধ সমস্ত সুযোগ সুবিধার কথা।
বিষ্ণুপুরের পানাকুয়া গ্রাম পঞ্চায়েত এবং দৌলতপুরের যুব সংঘ মাঠে স্বাস্থ্য শিবির পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক। এরই মাঝে বিষ্ণুপুরের সেবাশ্রয় শিবিরে বিরল রোগে আক্রান্ত এক শিশুকে কোলে তুলে নিলেন সাংসদ, পরিবারকে দিলেন চিকিৎসায় যাবতীয় সহায়তার আশ্বাস। এদিকে বিষ্ণুপুরের পানাকুয়া গ্রাম পঞ্চায়েত মাঠের শিবিরেও এক অসুস্থ শিশুর পরিবারের সঙ্গে তাঁদের কঠিন পরিস্থিতি নিয়ে কথা বললেন সাংসদ। দুশ্চিন্তাগ্রস্ত বাবা-মায়ের কাছে এই শিশুটিরও অসুখের কথা জানলেন। শিশুর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। শিশুটিকে সুস্থ করতে প্রয়োজনীয় সমস্ত সহায়তা করার প্রতিশ্রুতি দেন সাংসদ।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্যের সমস্ত বনাঞ্চলের প্রবেশ মূল্য প্রত্যাহার
স্বাস্থ্য শিবিরে (Sebaashray) এসেই তিনি ব্যক্তিগতভাবে এক প্রবীণ ব্যক্তির সঙ্গে আলাপচারিতা করেন এবং তাঁর স্বাস্থ্য ও ভালো-মন্দ খোঁজ নেন। ওই ব্যক্তিকে স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
গত ১৮ জানুয়ারি অভিষেকের উদ্যোগেই নয় বছরের শিশু আলতাফ হোসেন ঘরামির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার তাকে দেখতে গেলেন তিনি। কথা বললেন, শারীরিক অবস্থার কথা জানলেন ডাক্তারের কাছে। পুনরায় আশ্বস্ত করলেন তার অভিভাবককে। তিনি সর্বদা নিজের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে আছেন।