প্রতিবেদন : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের কাজের খতিয়ানস্বরূপ প্রকাশিত হয়েছে উন্নয়নের পাঁচালি। সেই পাঁচালি জনদরবারে প্রচারের জন্য দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Ranjit Mallick_Abhishek banerjee)। তবে শুধু দলীয় সতীর্থদের নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। এবার নিজেও উন্নয়নের পাঁচালির প্রচারে পথে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার উন্নয়নের পাঁচালি পৌঁছে দিলেন অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের কাছে।
বুধবার বিকেলে পরষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিকেল সাড়ে চারটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান রঞ্জিত মল্লিকের গলফ ক্লাব রোডের বাড়িতে। সেখানে পৌঁছে তিনি বলেন, কথা দিয়েছিলাম সাড়ে চারটেয় আসব। তাই এসেছি। সাংসদ এদিন রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিককে প্রমাণ করেন। এরপর অভিনেতার বাড়িতে প্রবেশ করেন অভিষেক। সেখানেই অভিনেতার হাতে তুলে দেন রাজ্য সরকারের ১৫ বছরের কাজের খতিয়ান উন্নয়নের পাঁচালি। সেই সঙ্গে বর্ষীয়ান অভিনেতার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রীর লেখা চিঠি।
আরও পড়ুন-কালীঘাটে বগলা মায়ের মন্দিরে পুজোয় মুখ্যমন্ত্রী, সঙ্গে ইমন
প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী স্বয়ং প্রকাশ করেছেন রাজ্যের ‘উন্নয়নের পাঁচালি’। রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রে, পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে প্রচার চলছে এই পাঁচালির। সেই প্রচারেরই অঙ্গ হিসাবে রঞ্জিত মল্লিকের কাছে অভিষেক পৌঁছে দিলেন এই বই। প্রায় সাড়ে ৬টা নাগাদ মল্লিক বাড়ি থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Ranjit Mallick_Abhishek banerjee) বলেন, অভিনেতা রঞ্জিত মল্লিকের একের পর এক সুপারহিট ছবি দেখেছি। সবই ছোটবেলায় দেখা। কী অসাধারণ সব ছবি। আমি তাঁর হাতে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের সব কাজের খতিয়ান তুলে দিলাম। রাজ্যের যুগান্তকারী কাজগুলি সম্পর্কে সেখানে বিস্তারিত রয়েছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…