প্রতি বছরের মতো এবারও স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বামীজির পাশাপাশি রামকৃষ্ণ পরহংসদেব ও সারদামায়ের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান অভিষেক।
গত কয়েকবছর ধরেই স্বামীজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে স্বামীজির পৈতৃক ভিটেয় গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক। এবারও তার ব্যতিক্রম হয়নি। সিমলা স্ট্রিটের বাড়িতে ঢুকেই স্বামীজির মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিষেক। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। মহারাজদের সঙ্গে স্বামীজির বাড়ি পরিদর্শনের পাশাপাশি তাঁদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক। পুজো দেন স্বামীজির বাড়িতে থাকা শিবলিঙ্গেও।
আরও পড়ুন: হাওড়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য
অভিষেককে কাছে পেয়ে নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানান মহারাজরা। তৃণমূলের সেনাপতির হাতে তুলে দেন স্বামীজির প্রতিকৃতি। স্বামীজির বাড়ি থেকে বেরিয়ে মিলনমেলায় ‘আমি ডিজিটাল যোদ্ধা’র সমাবেশে যোগ দিতে যান তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক।
সিমলা স্ট্রিটের যাওয়ার আগে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে, আমি সেই মহান আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই যার চিন্তাভাবনা ভারতের নৈতিক ও বৌদ্ধিক বিবেককে আলোকিত করে চলেছে।
করুণার মধ্যে নিহিত শক্তি, যুক্তিসঙ্গত বিশ্বাস এবং সহানুভূতি-সহ সেবার জন্য তাঁর আহ্বান আজও গভীরভাবে প্রাসঙ্গিক। স্বামীজি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে মানবতার সেবা করাই হল ঐশ্বরিক সেবা করা।“

