খেলা

বিপর্যয়ই ঘুরে দাঁড়ানোর রসদ, জবি-লুকাদের বার্তা দিলেন অভিষেক

প্রতিবেদন: ডুরান্ড ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে বড় ব্যবধানে হার থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া ডায়মন্ড হারবার এফসি। ফাইনালে বিপর্যয়ের ২৪ ঘণ্টার মধ্যেই নিজের দলকে প্রত্যাবর্তনের বার্তা দিলেন ক্লাবের চিফ পেট্রন তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee)। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক বললেন, প্রতিটি বিপর্যয় আমাদের প্রত্যাবর্তনের রসদ হবে।

সমাজমাধ্যমে অভিষেক (abhishek banerjee) লিখেছেন, বাংলা! তুমি আমাদের গর্বিত করেছ। প্রথম ডুরান্ড কাপেই আমরা ফাইনাল পর্যন্ত লড়াই করে গিয়েছি— যা আগে এই টুর্নামেন্টে অভিষেকে কোনও টিম করে দেখাতে পারেনি। এই যাত্রা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালবাসা, আপনাদের বিশ্বাস, গ্যালারি স্ট্যান্ডে আপনাদের সমর্থন, কণ্ঠস্বরের কারণেই। প্রতিটি উল্লাস, স্লোগান, হাততালি আমাদের ছেলেদের এগিয়ে নিয়ে গিয়েছে। ডায়মন্ড হারবার ক্লাবের কর্ণধার পোস্টে আরও লিখেছেন, আপনাদের ভালবাসা এবং সমর্থনই আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই যাত্রায় আপনারাও সঙ্গী। হ্যাঁ, এবার আমরা ট্রফি হাতছাড়া করেছি। আমাদের ছেলেরা নিজেদের সব কিছু দিয়ে লড়াই করেছে। কিন্তু আমরা শেষ মুহূর্তে পিছিয়ে পড়েছি। নর্থইস্ট ইউনাইটেডকে টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ জেতার জন্য ধন্যবাদ। তারা যোগ্য দল হিসেবেই জিতেছে। কিন্তু এটাই শেষ নয়, এটা শুরু। এই মরশুমে আই লিগে খেলা বাংলার একমাত্র ক্লাব ডিএইচএফসি। আমরা পশ্চিমবঙ্গের গর্বকে জাতীয় মঞ্চে তুলে ধরছি এবং আপনাদের ভালবাসা, সমর্থন এবং উৎসাহ ছাড়া আমরা এটা করতে পারব না।

আরও পড়ুন-আইএসএল জট খুলতে সভা আজ

অভিষেক আরও লিখেছেন, আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শিখব, আমরা বেড়ে উঠব এবং আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আরও তীক্ষ্ম, আরও কঠোর এবং আরও ক্ষুধার্ত হব। প্রতিটি দুর্বলতা শক্তিতে পরিণত হবে। প্রতিটি ব্যর্থতা, বিপর্যয় আমাদের প্রত্যাবর্তনের রসদ হবে। আমাদের খেলোয়াড়দের, কোচ এবং দলের প্রতিটি সদস্যকে ধন্যবাদ। তারা বাংলাকে অবিশ্বাস্য সাফল্যের দৌড় উপহার দিয়েছে। আমাদের ভক্তদের বলব, আপনারাই আমাদের হৃদয়ের স্পন্দন। একসঙ্গেই আমরা ইতিহাস লিখতে থাকব। এটা কেবল শুরু। জয় বাংলা।
এদিকে, সোমবার দুপুরে একসঙ্গে শহরে পৌঁছবেন দুই নতুন বিদেশি ব্রাইট এনোবাখারে এবং সানডে আফোলাবি।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

13 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

17 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

26 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

31 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

40 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago