সংবাদদাতা, বালুরঘাট : তৃণমূলে নবজোয়ার কর্মসূচি রূপায়ণে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur- Abhishek Banerjee) জেলায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুশমন্ডির দেহাবন্দ দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশ করে জেলার ৩টি জায়গাতে জনসভা করার পাশাপাশি বোল্লা মন্দিরে পুজো দেওয়া, খা পুর-এ তেভাগার শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে অধিবেশনের মতো একাধিক কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর। তবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গোচিয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর (Dakshin Dinajpur- Abhishek Banerjee) জনসভা বাতিল, পতিরামে ও হরিরামপুরে হবে জনসভা। জনসভার তালিকা থেকে বাদ গিয়েছে গঙ্গারামপুরের গোচিয়ার। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণে ৩টি সভার পরিবর্তে ২টি সভা হচ্ছে, একটি হরিরামপুরে হচ্ছে এবং একটি পতিরামে হচ্ছে। তিনি জানিয়েছেন, যেহেতু গঙ্গারামপুরে সান্ধ্যকালীন অধিবেশন হচ্ছে সেই কারণে গঙ্গারামপুরের গোচিয়ারের জনসভা মিটিংটি বাতিল করা হয়েছে। অভিষেকের সভা ঘিরে সোমবার সন্ধ্যায় পতিরামে তৃণমূল কংগ্রেসের সভাস্থলে ছিল কার্যত যুদ্ধকালীন তৎপরতা। চলছে মঞ্চ বাঁধার কাজ। অপরদিকে অভিষেকের সভা ঘিরে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহরায় বলেন, আমরা সবরকমভাবে প্রস্তুত রয়েছি৷
আরও পড়ুন- প্রতিশ্রুতি দেওয়া কাজ দেখতে মন্ত্রী