প্রতিবেদন : কাল, বুধবার দিঘায় আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবারই জগন্নাথধামের আনুষ্ঠানিক উদ্বোধন। সেই উদ্বোধন ঘিরেই দেশ-বিদেশের মানুষের ঢল নেমেছে সৈকত শহরে। পর্যটনের আন্তর্জাতিক মানচিত্রে একেবারে উপরের দিকে জায়গা করে নিতে চলেছে দিঘার জগন্নাথধাম। বুধবার তা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে। অভিষেক (Abhishek Banerjee) আসবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সারাদিনের অনুষ্ঠানে থাকবেন এবং বুধবারই তিনি কলকাতায় ফিরে যাবেন। সব মিলিয়ে দিঘার উচ্ছ্বাস-উদ্দীপনার জোয়ার, তার ছায়া পড়েছে বাংলার প্রতিটি কোণে। উদ্বোধনী অনুষ্ঠানের দিকে সকলেই তাকিয়ে।
আরও পড়ুন: জগন্নাথের পুষ্পশয়নে ছাতনার ৩ হাজার পদ্ম, আজ মহাযজ্ঞের জন্য এসেছে শুশুনিয়ার ঝরনার জল