সংবাদদাতা, বীরভূম : মাত্র কয়েক ঘণ্ট, তারপরেই বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মেগা ঐতিহাসিক জনসভা হতে চলেছে রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে। তাঁকে অভ্যর্থনা জানাতে তৈরি বীরভূম। শেষ পর্বের প্রস্তুতি দেখতে সভাস্থলে গেলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ও তৃণমূল বীরভূম জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় ও অন্য তৃণমূল নেতারা। মাঠ পরিদর্শন শেষে কাজল বলেন, মঙ্গলবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের (Abhishek Banerjee) যে জনসভা হতে চলেছে সেটা আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনের জয়ের রাস্তা প্রশস্ত করে দেবে। জেলা তৃণমূল কর্মীদের মধ্যে যে উন্মাদনা এবং উৎসাহ তৈরি হয়েছে তার প্রমাণও আগামী কাল জনসভা দিয়ে দেবে। বিনোদপুর মাঠ আগামী কাল কয়েক লক্ষ মানুষের সমাগমে গমগম করবে। বীরভূমের ১১টি আসনেই জোড়া ফুল ফুটবে। কারণ তৃণমূল একমাত্র রাজনৈতিক দল, যারা সারা বছর মানুষের সুখেদুঃখে ১০০ শতাংশ পাশে থাকে। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে ঘিরে ফেলা হয়েছে বিনোদপুর মাঠ-সহ গোটা এলাকাটি।
আরও পড়ুন-ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন নয়, একগুচ্ছ নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

