আজ জলপাইগুড়িতে জনসংযোগে অভিষেক

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: এলাকায় পৌঁছে শুনছেন সাধারণ মানুষের কথা। সমস্যা শুনলেই দ্রুত নির্দেশ দিচ্ছেন সমাধানের। এভাবেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Jalpaiguri- Abhishek Banerjee)। কোচবিহার, আলিপুরদুয়ারের পর আজ শুক্রবার জলপাইগুড়ি পৌঁছবেন তিনি। ক্রান্তিতে সেজে উঠেছে সভাস্থল। তৈরি হয়েছে তাঁবু। ক্রান্তির ওই মাঠে দলীয় সভা, ভোট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Jalpaiguri- Abhishek Banerjee) থাকা, সব মিলিয়ে ৩৮টি তাঁবু টাঙানো হয়েছে। ২৮ তারিখ তাঁর কর্মসূচিতে প্রথমে তিনি ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়িতে জনসংযোগ করবেন, দোমোহনি হাট পরিদর্শন করে ময়নাগুড়ি সাংগঠনিক ব্লক ২-এর ভোটপাট্টিতে হাসপাতালের সভা করবেন। সেখান থেকে দোমোহনিতে হাট পরিদর্শনে আসবেন। দোমোহনিতেই এক বাসিন্দার বাড়িতে তাঁর দুপুরের আহার করার কথা। দোমোহনি থেকে জলপাইগুড়ি পাহাড়পুরে যুবশ্রী ক্লাবের মাঠে সভা করবেন। এরপর তিনি পান্ডাপাড়া চেক পোস্টের কাছে সম্পূর্ণ মহিলাদের দ্বারা আয়োজিত একটি সভায় অংশ নেবেন, পাশাপাশি মহিলাদের সংবর্ধিত করবেন। সেখান থেকে রাজগঞ্জে সভা করে চলে যাবেন ডাবগ্রাম-ফুলবাড়িতে। সেখানেও পঞ্চায়েতের প্রার্থীর জন্য ভোট নেওয়া হবে। ডাবগ্রাম-ফুলবাড়িতে, ময়নাগুড়ি ১ এবং ২, জলপাইগুড়ি সদর ১ এবং ২, রাজগঞ্জ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের জন্য ভোট নেওয়া হবে পঞ্চায়েতের প্রার্থীর জন্য। ৩০ এপ্রিল সকালে তিনি উত্তর দিনাজপুর জেলার উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুন: অ্যালোপ্যাথ চিকিৎসকদের সমান বেতন পেতে পারেন না আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথরা : সুপ্রিম কোর্ট

Latest article