সংবাদদাতা, ঝাড়গ্রাম : পুরুলিয়া (Purulia) জেলায় নবজোয়ার কর্মসূচি শেষ করে শুক্রবার ঝাড়গ্রামে (Jhargram) প্রবেশ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঝাড়গ্রাম জেলা নেতৃত্ব জানিয়েছে, বান্দোয়ান থেকে শুক্রবার বিকেল তিনটেয় ঝাড়গ্রামের বিনপুর দু’নম্বর ব্লকের বেলপাহাড়ি থানার ইন্দিরা মোড়ে প্রবেশ করবেন। সেখান থেকেই শুরু হবে জেলায় নবজোয়ার (Trinamoole Nobo Jowar) কর্মসূচি। বেলপাহাড়ির ইন্দিরা মোড়ে আদিবাসী লোকনৃত্যের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হবে। ইন্দিরা মোড় থেকে বেলপাহাড়ি থানা পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় জনসংযোগ যাত্রা করবেন অভিষেক (Abhishek Banerjee)। এরপর শিলদা হয়ে বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়িতে প্রবেশ করবেন। দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম শহর পর্যন্ত রোড শো করতে পারেন। বিকেল সাড়ে পাঁচটায় জিতুশোল সংলগ্ন গাড়রো ফুটবল ময়দানে জনসভা করবেন। তারই জোরকদমে প্রস্তুতি চলছে। সভায় প্রায় ২০ হাজার লোক আসবে বলে অনুমান। দুলাল মুর্মু বলেন, জনসভার শেষে লোধাশুলি হয়ে গজাশিমূল রাবণপোড়া মাঠে পৌঁছবেন। সেখানে রাতে থাকবেন এবং ওখানেই অধিবেশন হবে। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করতে পারেন। ইতিমধ্যে জেলার ব্লকে ব্লকে প্রস্তুতি তুঙ্গে। শহরের পাশাপাশি সব ব্লকের বিভিন্ন এলাকা দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। তৃণমূল নেতা কমলকান্ত রাউত বলেন, নবজোয়ার কর্মসূচিতে জনজোয়ার হবে। চারদিকে সাজসাজ রব। নেতা কী বার্তা দেন কর্মীদের তা শোনার জন্য অধীর অপেক্ষায় কর্মীরা।
আরও পড়ুন- রাজ্যের উদ্যোগে সাজছে রাজার শহর