প্রতিবেদন : আজ সোমবার টানা দু’মাসের জন্য ঘোষিত কর্মসূচি নিয়ে কলকাতা ছাড়ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ বাগডোগরা হয়ে বিকেল সাড়ে চারটেয় কোচবিহার রাসমেলা মাঠে পৌঁছবেন তিনি। এরপরে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে দিনহাটার বামনহাটের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। রাত কাটাবেন এই গ্রামেই। গ্রামের মাঠে অস্থায়ী মঞ্চ ও তাঁবু টাঙানো হয়েছে৷ ২৫ এপ্রিল থেকে কোচবিহারে শুরু হবে তাঁর ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nabo Jowar) কর্মসূচির একাধিক অধ্যায়। ঘোষণামতো রয়েছে একাধিক জনসভা-অধিবেশন-গোপন ভোট-নৈশভোজ। কোচবিহারে ৯ বিধানসভা কেন্দ্র রয়েছে। ২৫ এপ্রিল মাথাভাঙা, শীতলকুচি, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র; ২৬ এপ্রিল কোচবিহার উত্তর, দক্ষিণ বিধানসভা ও নাটাবাড়ি, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রতে একাধিক কর্মসূচি আছে অভিষেকের৷ কোচবিহারের কর্মসূচি শেষে তিনি তুফানগঞ্জ থেকে যাবেন আলিপুরদুয়ার জেলায়৷ টানা কর্মসূচি (Trinamoole Nabo Jowar) নিয়ে বাংলার এই প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ইতিমধ্যেই সবরকম প্রস্তুতি সারা।
আরও পড়ুন- কালিয়াগঞ্জে জাতীয় শিশু কমিশনের অসভ্যতা
২৫ এপ্রিল সকাল ১১টায় সাহেবগঞ্জ ফুটবল মাঠে দিনহাটা (১বি) ও দিনহাটা (২) ব্লকের ১৬টি অঞ্চল নিয়ে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বেলা সাড়ে বারোটায় বিএসএফের গুলিতে নিহত গীতালদহের প্রেমকুমার বর্মন ও মোজাফফর রহমানের বাড়িতে শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। বেলা একটায় গোসানিমারি হাইস্কুলের মাঠে দিনহাটা ১(এ) ও সিতাই ব্লকের ১৭টি অঞ্চল নিয়ে জনসভা হবে। বেলা ৩টেয় শীতলকুচি ব্লকের ৮টি অঞ্চল নিয়ে পঞ্চায়েত সমিতির মাঠে আরও একটি জনসভা রয়েছে। এরপর বিকেল পাঁচটায় মাথাভাঙা কলেজ ময়দানে মাথাভাঙা, দিনহাটা, শীতলকুচি, সিতাই, মেখলিগঞ্জ— ৫টি বিধানসভা কেন্দ্রের মোট ৭৫টি অঞ্চলের সভাপতি ও চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান— মোট ১৩৬৫ জন বুথ সভাপতি-সহ দলীয় নেতৃত্ব ও বিশিষ্টজনদের নিয়ে হবে অধিবেশন-গোপন ভোট। রয়েছে নৈশভোজ। মাথাভাঙা কলেজ মাঠেই ক্যাম্পে রাত্রিযাপন।
২৬ এপ্রিল সকাল ১১টায় নিশিগঞ্জ চিলকিরহাট অঞ্চলের ভোগডাবরি কেশরী বাড়ির ‘খাসমহল’ মাঠে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় কোচবিহার ১নং ব্লকের ৯টি অঞ্চল নিয়ে জনসভা করবেন। সভা শেষে ঘুঘুমারি হয়ে মরাপোড়া চৌপথি, স্টেশন চৌপথি, রেলঘুমটি, পাওয়ার হাউস চৌপথি, সুভাষপল্লি, গুঞ্জবাড়ি হয়ে খাগড়াবাড়ি অঞ্চলের কাকরিবাড়ি প্রাথমিক স্কুলের মাঠে পৌঁছবেন। সেখানে কোচবিহার-২ ব্লকের ১৩টি অঞ্চল নিয়ে জনসভা করবেন। জনসভা শেষে খাগড়াবাড়ি, চকচকা, ডাওয়াগুড়ি হয়ে চিলাখানা ইউনিয়ন ক্লাবের মাঠে তুফানগঞ্জ ১ (এ) ব্লকের ১০টি অঞ্চল ও তুফানগঞ্জ ওয়ান-বি ব্লকের ৪টি অঞ্চল নিয়ে বিকেল ৩টেয় জনসভা রয়েছে তাঁর। এরপর তুফানগঞ্জে পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার বাড়িতে সাক্ষাৎ করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর তুফানগঞ্জ শহরের এস এস মাঠে কোচবিহার উত্তর (১৩), কোচবিহার দক্ষিণ (৯), নাটাবাড়ি (১৬), তুফানগঞ্জ (১৫) বিধানসভা কেন্দ্রের ৫৩টি অঞ্চলের সভাপতি/চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সমস্ত অঞ্চলের মোট ৯৮৬ বুথ সভাপতি-সহ দলীয় নেতৃত্ব ও সমাজের বিশিষ্ট মানুষদের নিয়ে অধিবেশন রয়েছে। ওইদিন সেখানেই ক্যাম্পে রাত্রিবাস করবেন। পরদিন আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।