রাষ্ট্রসংঘের অনুষ্ঠান অসলোয় আমন্ত্রিত বক্তা অভিষেক

Must read

প্রতিবেদন : গর্বের মুহূর্ত তৈরি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লোকসভার সদস্য হিসেবে নরওয়ের আন্তর্জাতিক সম্মেলনে ডাক পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাষ্ট্রসংঘের মহিলা শাখার পক্ষ থেকে গত ২৯ অক্টোবর সাংসদ অভিষেকের কাছে চিঠি পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়।
মূলত লিঙ্গ বৈষম্য এবং নারী ক্ষমতায়নের বিষয়ে বক্তব্য রাখার জন্য রাষ্ট্রসংঘের মহিলা শাখার তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। নরওয়ে সরকার রাষ্ট্রসংঘের মহিলা শাখাকে সহযোগিতা করছে। এই দুইয়ের সহযোগিতায় অসলোতে অনুষ্ঠান চলবে আগামী ১৭-২২ নভেম্বর। সেখানেই বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- তৃণমূল চায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন

সম্মেলনে আলোচনা হবে বহুমাত্রিক। নরওয়েতে লিঙ্গ বৈষম্য দূর করার বিভিন্ন পরিকল্পনা ও পদ্ধতি নিয়ে যেমন আলোচনা হবে পাশাপশি রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে পুরুষদের সঙ্গে মহিলাদের অংশগ্রহণের বিষয়গুলির সঙ্গে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রগুলি আলোচনায় উঠে আসবে। অভিষেক সহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে নরওয়ের পার্লামেন্টের সদস্য ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা, প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক মহলের সঙ্গেও আলোচনা হবে।

চলতি বছরের মার্চ মাসে ভারত ও নরওয়ের মধ্যে ব্যবসায়িক চুক্তি হয় এবং দুই দেশের মধ্যে সম্পর্কের সেতু গড়ে ওঠে। ফলস্বরূপ বাণিজ্যিক সম্পর্ক মজবুত হচ্ছে। এই সফরে বাণিজ্য মহলের সঙ্গেও আলোচনা হবে, যার ফলে ভারতে লগ্নির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। মূলত ভারতে পুনর্নবীকরণ শক্তির ক্ষেত্রে নরওয়ের লগ্নির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এই সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সমস্ত খরচই বহন করবে সংশ্লিষ্ট সংস্থার তরফে।

Latest article