৮ আগস্ট ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

প্রতিবেদন: আগামী ৮ অগাস্ট ফের ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ওই দিন বিকেল ৪টের বৈঠকে দলের সব নির্বাচিত জনপ্রতিনিধি তথা সাংসদ, বিধায়ক, কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপার্সন, কর্পোরেশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চয়েত সমিতির সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও সাংগঠনিক স্তরে মাদার ও সব ফ্রন্টাল-এর রাজ্য সভাপতি, মাদারের রাজ্য কমিটি, জেলা সভাপতি (মাদার ও ফ্রন্টাল), জেলার চেয়ারম্যান (মাদার), কলকাতা পুরসভার সব কাউন্সিলর এবং কলকাতা পুরসভার ওয়ার্ড সভাপতিদেরও ভার্চুয়াল বৈঠকে থাকতে নির্দেশে গিয়েছে। কয়েকমাস আগেই ভার্চুয়াল বৈঠক করে রাজ্যজুড়ে দলীয় নেতৃত্বকে একগুচ্ছ কর্মসূচি দিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। তবে বর্তমান আবহে আগামী ৮ অগাস্টের বৈঠক নিঃসন্দেহে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন-৭ অগাস্ট প্রকাশ হবে স্নাতকের মেধাতালিকা

Latest article