প্রতিবেদন: ভুয়ো ভোটার নিয়ে আজ, শনিবার ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিকেল চারটের এই বৈঠকে দলের রাজ্য কমিটির সদস্য, সাংসদ, বিধায়ক, পুরপিতা, জেলা সভাপতি ও জেলার চেয়ারম্যানদের উপস্থিত থাকতে বলা হয়েছে। নেতাজি ইন্ডোরের সভায় ভুয়ো ভোটার নিয়ে স্ক্রুটিনি করতে দলকে মাঠে নামিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি করে দিয়েছেন ৩৬ জনের একটি কমিটিও। সেই কমিটির প্রথম বৈঠক হয়েছে তৃণমূল ভবনে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই কমিটির সঙ্গে ফের বৈঠক করবেন ভার্চুয়ালি। আগামী দিনে ভুয়ো ভোটার ইস্যুতে কোন পথে এগোবে দল বা আর কী কী করণীয় তার একটা দিকনির্দেশকা এই ভার্চুয়াল বৈঠক থেকে পাওয়া যাবে। ইতিমধ্যেই কলকাতা এবং দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ভুয়ো ভোটারের সংখ্যা এবং তার সমাধান চেয়ে স্মারকলিপি দিয়েছে তৃণমুল। আগামী দিনে এই ইস্যুতে আরও জোরদার ভাবে এগোবে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর প্রকল্পের প্রশংসায় ওয়াংচুক, জল ধরো জল ভরো