সংবাদদাতা, কাটোয়া : পঞ্চায়েত ভোটের প্রচারে আজ, বুধবার কালনায় (Kalna- Abhishek Banerjee) নির্বাচনী জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণেই সেই সভাকে ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। জোরদার প্রস্তুতি সারা শাসক শিবিরে। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য মুখপাত্র দেবু টুডু, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় প্রমুখ। জেলাজুড়ে একাধিক প্রস্তুতি সভাও হয়েছে। রবীন্দ্রনাথবাবু বলেন, ‘‘জেলায় পঞ্চায়েত ভোটের একটিই সভা করবেন অভিষেক (Kalna- Abhishek Banerjee)। তাই মানুষের উৎসাহ স্বাভাবিক। আমরা সভায় হাজির হওয়ার জন্য গোটা জেলাকে বলিনি। তাহলে ভিড় সামলানো যেত না। সভায় কালনা মহকুমা আর মেমারি ও কাটোয়া বিধানসভার দলের নেতা, কর্মী, সমর্থকরা হাজির থাকবেন।’’ সভার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য, কিছুদিন আগেই জনসংযোগ যাত্রায় যোগ দিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কালনা ২ নং ব্লকের গোপালদাসপুরে আসেন। খুন হওয়া তৃণমূলের কর্মী আটকেটিয়ার বাসিন্দা দয়াল হাজরা শহিদবেদিতে মালা দিয়ে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। শুধু তাই নয়, দেখা করার ২৪ ঘণ্টা না কাটতেই প্রতিনিধি দলের মাধ্যমে শহিদ পরিবারকে ২ লক্ষ টাকা পাঠিয়ে আর্থিক সাহায্য দেন তিনি। কয়েকদিনের ব্যবধানে নির্বাচনী প্রচারে ফের আসছেন অভিষেক। স্বাভাবিকভাবেই পঞ্চায়েতের তিন স্তরের প্রার্থীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অভিষেকের জনসভাটি হবে বৈদ্যপুর রথতলার মাঠে। তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় বলেন, ‘‘এই জনসভায় রেকর্ড সংখ্যক জমায়েত হবে। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ৭-৮টি গেট তৈরি হয়েছে। এছাড়াও ফ্ল্যাগ-ফেস্টুন, ব্যানারে চারদিক মুড়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন- হেলিকপ্টার ক্র্যাশের মুখ থেকে ফিরে আসার কথা শোনালেন নেত্রী
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…