প্রতিবেদন : আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শুধুমাত্র চা-শ্রমিকদের নিয়ে এক ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে আগামী ১১ সেপ্টেম্বর। জলপাইগুড়ি জেলার মালবাজারের আর আর স্কুলের মাঠে আয়োজিত চা-শ্রমিকদের এই সমাবেশে প্রধান বক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Malbazar)। এখন সেই সভার প্রস্তুতি চলছে জোরকদমে। সমাবেশের আগের দিন ১০ তারিখ চা-শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিনিধি সম্মেলেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বারোশো চা-শ্রমিক মালবাজারের ফরওয়ার্ড ক্লাবের মাঠের এই সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানান রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করবেন মন্ত্রী মলয় ঘটক। শনিবার মালবাজারে ছিল সমাবেশের প্রস্তুতিসভা। প্রস্তুতিসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির জেলা চেয়ারম্যান বিধায়ক খগেশ্বর রায়, জেলা সভাপতি মহুয়া গোপ, মন্ত্রী বুলুচিক বরাইক, আইএনটিটিইউসি-র জলপাইগুড়ির জেলা সভাপতি রাজেশ লাকড়া, জেলা আইএনটিটিইউসি-র দার্জিলিং সমতলের সভাপতি নির্জল দে, তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার, তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি বীরেন্দ্রবরা ওরাওঁ, মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা ও জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়-সহ সংগঠনের কোর কমিটির প্রায় সমস্ত সদস্যরা। এদিন সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখার পর সভাস্থল পরিদর্শন করেন নেতারা। মঞ্চ তৈরি থেকে লোকজনের আসা-যাওয়া, থাকা-খাওয়ার সব ব্যবস্থাই খুঁটিয়ে দেখেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee- Malbazar) এই সভাকে ঘিরে এরই মধ্যে শুধু জলপাইগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গেই উৎসাহ তৈরি হয়েছে। জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার, দার্জিলিং সমতল ও পাহাড়, উত্তর দিনাজপুর ও কোচবিহার থেকে চা-শ্রমিকরা এই সমাবেশে যোগ দেবেন।
আরও পড়ুন: কেন্দ্রের উদ্যোগ নেই ফি বছর ভাসে আলিপুরদুয়ার