আজ কোজাগরী লক্ষীপুজো। ২ রা কার্তিক সন্ধ্যে ৭ টা বেজে ৩৬ মিনিট পর্যন্ত কোজাগরী পূর্ণিমা তিথি থাকবে। সব বাড়িতেই এদিন মা লক্ষ্মীর পুজো করা হয়। ধনী হোক কিংবা দরিদ্র সকলেই নিজের সাধ্যমতো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চায়। এই পুজো মূলত সূর্যাস্তের পর সন্ধ্যার সময় করা হয়। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। কোজাগরী লক্ষীদেবীর আরাধনার বেশ কিছু ধারণ আছে।
আরও পড়ুন-কোজাগরী লক্ষীপুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছাবার্তা
কিছু জায়গায় মাটির মূর্তি পূজা করা হয়। কোথাও বেতের ছোট চুপড়িতে ধান ভর্তি করে তাতে লাল চেলি ও সিঁদুর কৌটো দিয়ে পুজো হয়। আবার কোথাও কলার বের অথবা মা লক্ষ্মীর মুখ আঁকা পোড়া মাটির ঘট কিংবা সরায় আঁকা পটচিত্রে পুজো হয়।
এদিন এই বিশেষ তিথি উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।