গানের মধ্যে আজও খুঁজে বেড়াই আমরা সেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রকে। যে সময়ে তিনি গান গাইতে শুরু করলেন সে সময় হেমন্ত, সতীনাথ, উৎপলা, সন্ধ্যা বাঙালির মন জুড়ে সমস্ত আবেগে নিয়ে বসে আছে। কিন্তু তবু কোথায় যেন তিনি সকলের মনে খুব সহজেই জায়গা ক্যরে নিয়েছিলেন।
সুচিত্রা মিত্র সম্পর্কে আশাপূর্ণা দেবী লিখেছিলেন, ‘শ্রীমতী সুচিত্রা মিত্র তাঁর সাধনার শক্তিটি নিয়ে আরো সুদীর্ঘকাল বাঙালি হৃদয়কে সুরের সুরধুনীতে প্লাবিত করে চলুন।’
আরও পড়ুন-সুচিত্রা মিত্রের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
সেই সময় সুচিত্রা মিত্র এমন এক মানুষ ছিলেন যাঁকে কোন পুরুষ ঠিক নিজেদের আয়ত্তে আনতে পারেনি। সেই থেকেই হয়ে গেল বিবাহবিচ্ছেদ। ছেলেকে একা মানুষ করার লড়াইয়ে তিনি যে বিজয়িনী সেই নিয়ে সন্দেহ নেই।
আজ তাঁর জন্মদিবসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।