প্রতিবেদন : লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করার লক্ষ্যে এবার বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ ফেব্রুয়ারি দলের সাংসদ, বিধায়ক ও সব ব্লক প্রেসিডেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন-আমেরিকার পার্কে উদ্ধার ভারতীয় গবেষকের দেহ
সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লি যান অভিষেক৷ এরপর নিজের চিকিৎসার কারণেও ব্যস্ত ছিলেন৷ দিল্লি থেকে ফিরেই মঙ্গলবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করতে তাঁর কালীঘাটের বাসভবনে যান৷ সেখানেই একপ্রস্থ আলোচনা সারেন বিভিন্ন বিষয়ে। নেত্রীও জেলাওয়ারি সাংগঠনিক বৈঠক করছেন। এবার অভিষেকও গোটা রাজ্য জুড়ে দলের সংগঠনকে বার্তা দিতে বৈঠক করতে চলেছেন।
আরও পড়ুন-নজরে লোকসভা, জয়ললিতার দল এবার ভাঙাল বিজেপি
লোকসভা নির্বাচনের আর বিশেষ দেরি নেই। তাই একদিকে প্রশাসনিক সভা করে মানুষকে পরিষেবা তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাংলা জুড়ে দলের সাংগঠনিক বিষয়েও টানা বৈঠক ও নির্দেশ দিয়ে চলেছেন শীর্ষ নেতৃত্ব। নিশ্চিতভাবে ১৬-র বৈঠকে একগুচ্ছ পরামর্শ ও নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে যেসব জনবিরোধী ইস্যুগুলি রয়েছে তা আরও বেশি করে প্রচারে মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে। এছাড়াও রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তার প্রচারও আরও জোরদার করতে হবে। বিজেপির অন্ধ ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার রাজনীতি তার বিরুদ্ধে এককাট্টা হয়ে জোরদার লড়াই করতে হবে। এই বার্তাগুলি আরও বিশদে দিতে পারেন অভিষেক।