আজ লোকসভায় ‘এক দেশ, এক নির্বাচন বিল ’ পেশ হতে চলেছে। সোমবার লোকসভা (Loksabha) অধিবেশনের লিস্ট অব বিজনেসের অন্তর্ভুক্ত হয়েছে বিল পেশের সূচী। আজ কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিল পেশ করবেন। গত কয়েকদিন ধরেই এই বিল নিয়ে বিতর্ক চলছে। বৈঠকে বসছে সরকার-বিরোধী সব পক্ষ। লোকসভা এবং রাজ্যসভায় এখন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা আছে। সংসদের দুই কক্ষে পাশ করালেই হবে না, নয়া ব্যবস্থার পক্ষে দেশের দুই-তৃতীয়াংশ রাজ্যের বিধানসভার সম্মতি প্রয়োজন। ইতিমধ্যেই এই বিলের তীব্র বিরোধিতায় মাঠে নেমেছে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল-সহ সমস্ত বিরোধী দলের তরফে সাংসদদের সবাইকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার হুইপ জারি করা হয়েছে। যদিও এই নিয়ে আগেই তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে।
আরও পড়ুন-ফের মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা, মৃত ৩
এই আবহে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”আজ একটি সংবিধান সংশোধনী বিল পেশ করার জন্য বিজেপির নির্লজ্জ প্রচেষ্টা বাস্তবায়িত হবে। যদিও সংসদে এখনও সংবিধান বিতর্ক চলছে। এটি গণতন্ত্রের উপর এক নির্লজ্জ আক্রমণের থেকে কম কিছু নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল জনগণের নিয়মিত ভোট দেওয়ার মৌলিক অধিকার খর্ব করবে। এটি এমন একটি অধিকার যা সরকারকে দায়বদ্ধ রাখে এবং অনিয়ন্ত্রিত ক্ষমতাকে বাধা দেয়। এটি শুধুমাত্র একটি বিল নয়, এটি আমাদের প্রতিষ্ঠাতাদের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত গণতন্ত্রের ভিত্তির উপর সরাসরি আঘাত। বাংলা চুপ করে বসে থাকবে না। আমরা ভারতের নিজস্বতা রক্ষা করতে এবং এই গণতন্ত্র বিরোধী এই এজেন্ডাকে চূর্ণ করতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব।”
The BJP’s brazen attempt to introduce a CONSTITUTIONAL AMENDMENT BILL today, WHILE THE CONSTITUTION DEBATE IS STILL UNDERWAY in Parliament, is nothing short of an unashamed attack on democracy. The One Nation One Election bill seeks to ROB THE PEOPLE OF THEIR FUNDAMENTAL RIGHT to… pic.twitter.com/ubSbQiS8sZ
— Abhishek Banerjee (@abhishekaitc) December 17, 2024