বাংলার ফুটবলে আরও এক নক্ষত্রপতন। সুভাষ ভৌমিকের মৃত্যুর কিছু দিনের মধ্যেই প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। ভেন্টিলেশনে ছিলেন তিনি। শ্বাসকষ্ট ছিল, সঙ্গে ছিল প্রচণ্ড কাশি। গত শুক্রবার অবস্থা সঙ্কটজনক হলেও, মোটামুটি স্থিতিশীল ছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার রাতে আচমকা অবনতি শুরু হয় তাঁর। বেড়ে যায় শ্বাসকষ্টও। অক্সিজেনের মাত্রা কমতে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হচ্ছিল কৃত্রিম পদ্ধতিতে। এ অবস্থায় তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন-প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত
১৯৭৮ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। দেশের হয়ে খেলেছেন ১৯৭৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত। ১৯৭৬ সালে সন্তোষ ট্রফিতে বাংলার অধিনায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত।
এদিন তার মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে শোকপ্রকাশ করেছেন।