আজ ডায়মন্ড হারবারে অভিষেকের স্বাস্থ্য শিবির

এর নাম দেওয়া হয়েছে ডক্টর্স কনভেনশন, হেল্‌থ ফর অল। এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের ডাক্তারদের সঙ্গে মুখোমুখি কথা বলবেন তিনি।

Must read

প্রতিবেদন : আজ, শনিবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে শুরু হচ্ছে স্বাস্থ্য শিবির। তাঁর সংসদীয় ক্ষেত্রের মানুষের জন্য অভিনব এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আজ বিকেলে আমতলার সমন্বয় অডিটোরিয়ামে এই স্বাস্থ্য শিবিরের সূচনা করবেন অভিষেক।

আরও পড়ুন-দিনের কবিতা

এর নাম দেওয়া হয়েছে ডক্টর্স কনভেনশন, হেল্‌থ ফর অল। এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের ডাক্তারদের সঙ্গে মুখোমুখি কথা বলবেন তিনি। আগামী একমাসব্যাপী ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রেই ঘুরিয়ে ফিরিয়ে এই স্বাস্থ্য শিবির চলবে। প্রতিদিন প্রায় ১০০টি শিবির হবে। প্রতিটি বিধানসভায় চলবে ১০ দিন করে। এই বিশাল স্বাস্থ্য শিবিরে ডায়মন্ড হারবারবাসী সবরকম অসুখের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। একেবারে তাঁদের দোরগোরায় ডাক্তারদের নিয়ে হাজির করছেন তাঁদের সাংসদ। উপকৃত হবেন কয়েক লক্ষ মানুষ।

Latest article