‘বুক ফুলিয়ে গিয়েছি, বুক চিতিয়ে ফিরেছি’, নবজোয়ারে ফিরেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করার সময় কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন অভিষেক।

Must read

কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের পর আজ বিষ্ণুপুরের (Bishnupur) সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) স্পষ্ট করেই বলেন বিজেপি তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। আজ সোমবার ফের নবজোয়ার কর্মসূচিতে ফিরেছেন অভিষেক।

আরও পড়ুন-ভারতীয় দলের নতুন স্পনসর অ্যাডিডাস

সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করার সময় কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ‘আমার ৩৬ বছর বয়স। মোদীজির বয়স ৭২। আমার দ্বিগুণ বয়স। আমার বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার না করে, লড়াই করতে হলে জনতার দরবারে আসুন।’

আরও পড়ুন-মেসির সঙ্গে খেলতে চান লেয়নডস্কি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশান করে তিনি বলেন, ‘এ রাজ্যে এসে তৃণমূলের সরকার ভেঙে দেওয়ার কথা বলেছিলেন অমিত শাহ। আর বিধির বিধান দেখুন, ১৫ দিনের মধ্যে কর্নাটকে বিজেপির সরকার ভাঙল।’ তিনি আরও বলেন, ‘সারা রাস্তা লোকে লোকারণ্য। ৩০টি রাজনৈতিক লোক থাকলে ভিড়ের মধ্যে ৭০টি অরাজনৈতিক লোক থাকছে।’ এদিন তিনি প্রতিশ্রুতি দেন প্রতি তিনমাস অন্তর বাঁকুড়ার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের কাজ পর্যালোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে।

আরও পড়ুন-সিন্ধুদের নজরে মালয়েশিয়া মাস্টার্স

আজ সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘আমাকে কতবার আটকাবে। সোনামুখী থেকে বলে গিয়েছিলাম ক্ষমতা থাকলে গ্রেফতার করুন। বুক ফুলিয়ে গিয়েছি, বুক চিতিয়ে ফিরে এসেছি। তৃণমূল বিশুদ্ধ লোহা। যত ইডি-সিবিআই লাগাবে তত সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন তীব্রতর হবে।’

Latest article