কেশপুরের জনসভার উদ্দেশ্যে যাওয়ার পথে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সব নিরাপত্তার ঘেরাটোপ ছেড়ে এগিয়ে যান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে। তাঁকে দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। নিজেদের সুখ-দুঃখের কথা বললেন এবং শুধু সমস্যা শোনাই নয় অন-দ্য-স্পট পদক্ষেপও নিলেন অভিষেক। মন্ত্রীকে ফোন করে সমাস্যার সমাধানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান অভিষেক।
আরও পড়ুন-৫১ বার গরম রডের খোঁচা দিয়ে ৩ মাসের শিশুর নিউমোনিয়ার চিকিৎসা মধ্যপ্রদেশে
আর কিছুক্ষণের মধ্যেই কেশপুরে (Keshpur) জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে। শনিবার, সেই সভার যাওয়ার আগেই মাঝপথে নেমে গ্রাম পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তাঁদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন। তবে শুধু শোনাই নয়, নিজের ফোনে সব নোট করেন অভিষেক। এনিকেট গ্রাম পঞ্চায়েতের জিনশহর গ্রামের বাসিন্দারা তাঁদের জমির পাট্টা না পাওয়ার কথা জানালেন তাঁকে। সেকথা শুনে সেখানে দাঁড়িয়েই সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। বলেন, ”আমি জানি তোমার অপরেশন। তবু নিয়ম যা আছে দেখে, যতটা তাড়াতাড়ি সম্ভব একটু পাট্টার ব্যবস্থা করে দাও। না হলে এঁরা আবাস যোজনার টাকাও পাচ্ছেন না। এটা অগ্রাধিকার দিয়ে দেখতে হবে”। পানীয়জল ও স্কুলের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানান, নিজে এই বিষয়ে কাজ কতদূর এগোল তা খোঁজ নেবেন।
আরও পড়ুন-দশ হাজার একরে অন্ডালে তাপবিদ্যুৎ কেন্দ্র
অভিষেককে এভাবে পাশে পেয়ে আপ্লুত এলাকার মানুষ। তাঁদের সমস্যা শুনেই যে তা সমাধানের চেষ্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুধু করে দেবেন তা হয়ত আশাও করেননি তাঁরা। অভিষেকে এই উদ্যোগকে হাততালি নিয়ে ধন্যবাদ জানান এলাকাবাসী।
আরও পড়ুন-ইভটিজিং রুখতে নিবিড় প্রচার মহিলা পুলিশের
বারবার তৃণমূল নেতৃত্বকে মানুষের সঙ্গে মিশে তাঁদের সুখ-দুঃখ ভাগ করে নিতে পরামর্শ দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেও সেভাবে সাধারণ মানুষের উঠোনে বসে কথা শোনেন। ব্যতিক্রম নন অভিষেকেও। এর আগেও নিহত তৃণমূলে নেতার বাড়ি গিয়ে তাঁর নাবালক পুত্রকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল তাঁকে। দায়িত্ব নিয়েছিলেন মৃতের মেয়ের লেখাপড়ার। এমনকী স্যোশাল মিডিয়াতেও কোনও শিশুর অসুস্থতার কথা শুনলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…