নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

সুভাষচন্দ্রের পৈত্রিক ভিটে কোদালিয়াতে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া দেশ জুড়েই চলে এদিন নেতাজির স্মৃতিচারণ।

Must read

সুভাষচন্দ্র বসু (Subhash Chandra Bose) ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ব্রিটিশ ভারতের (British India) অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা এখনকার ভারতের ওড়িশা রাজ্য কটকে জন্মগ্রহণ করেন। আজ নেতাজী সুভাস চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিবস। সুভাষচন্দ্রের পৈত্রিক ভিটে কোদালিয়াতে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া দেশ জুড়েই চলে এদিন নেতাজির স্মৃতিচারণ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদপত্রে নেতাজির একাধিক পুরনো খবরের কাটিংয়ের কোলাজের ওপর তাঁর দুটি এবং নিজের একটি ছবি পোস্ট করেন। তাতে লেখা রয়েছে বিশ্বের গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। ‘জয় হিন্দ’।

আরও পড়ুন-তিন মুসলিম ব্যক্তিকে বেঁ.ধে প্রকাশ্যে চা.বুক, গুজরাট পুলিশের সমা.লোচনা শীর্ষ আদালতের

এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। তিনি লেখেন, ‘নেতাজির জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধায় মাথা নত করছি। তাঁর শিক্ষা একটি শক্তি যা আমাদের স্বাধীনতা, সাম্য ও ঐক্যের মূল্যবোধকে সমুন্নত রাখতে সাহায্য করে। আমরা, আমাদের ব্যক্তিগত ক্ষমতায়, তিনি যে স্বপ্ন দেখেছিলেন – সেই উজ্জ্বল ভারতে যেন নিজেদের অবদান রাখতে পারি।’

 

Latest article