হিন্দুধর্মের নবজাগরণ ঘটেছে এই দেশে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) হাত ধরে। তিনি ছিলেন যুব সমাজের প্রতীক। তিনি বেদ বেদান্তের চর্চাতেই সীমাবদ্ধ নয়, তাঁর তেজ, সাহস ও দেশাত্মবোধ এই যুগেও মানুষের অনুপ্রেরণা। সকল রকমের বাঁধন ত্যাগ করে পাশ্চাত্য দেশগুলিতে সনাতন ধর্মের মহত্ম ও ঔদার্য তুলে ধরেছিলেন তিনি।
আরও পড়ুন-৪ তলা বিল্ডিংয়ে আগুন, ৪০ কোটির সামগ্রী পুড়ে ছাই, মৃত ৪
৪ঠা জুলাই গোটা দেশজুড়ে আজ পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর প্রয়াণ দিবস। ১৯০২ সালে ৩৯ বছর বয়সে দেহত্যাগ করেছিলেন স্বামীজি। রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তাঁর অমূল্য বাণী আজও বহু মানুষের সাহস ও অনুপ্রেরণা ।
আরও পড়ুন-কলকাতায় এসি মার্কেটে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন
আজ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে টুইটবার্তায় শ্রদ্ধাজ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি লেখেন, ‘স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকীতে তাঁর গভীর শিক্ষাকে স্মরণ করছি। স্বামীজির নিরন্তর প্রজ্ঞা আত্ম-উপলব্ধি এবং সামাজিক উন্নতির চেষ্টা এই প্রজন্মকে অনুপ্রাণিত ও পথ দেখিয়ে চলেছে। আমরা যেন একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাঁর নীতি অনুসারে বেঁচে থাকার চেষ্টা করি।’
Remembering the profound teachings of Swami Vivekananda on his death anniversary.
Swamiji’s timeless wisdom continues to inspire & guide generations towards self-realization & social upliftment.
May we strive to live by his principles for a brighter & more inclusive future.
— Abhishek Banerjee (@abhishekaitc) July 4, 2023