প্রতিবেদন : আগামিকাল, মঙ্গলবার দলের এসসি-এসটি এবং ওবিসি সেলের বৈঠক হবে নজরুল মঞ্চে। সকাল ১১টায় এই বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সব গুরুত্বপূর্ণ নেতা, আদিবাসী সমাজের প্রতিনিধি এবং বাছাই করা বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী ঘোষণার পর আদিবাসী সংগঠনদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও বেশি করে তাঁদের পাশে থাকার বার্তাই দেবেন অভিষেক।
আরও পড়ুন-দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছে, মানুষ ভোটের পর বাড়ি পাঠিয়ে দেবে : শতাব্দী
উত্তরবঙ্গ, জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব আদিবাসী মানুষ রয়েছেন, তাঁদের ভুল বুঝিয়ে ভোট নিয়ে তাঁদের দিকে আর ফিরে তাকায়নি বিজেপি। বিভাজনের রাজনীতি করা বিজেপি অবহেলা-অবজ্ঞা করেছে তাঁদের সঙ্গে। রাজ্য সরকারই যাবতীয় উন্নয়ন পরিষেবা পৌঁছে দিয়েছে তাঁদের কাছে। আদিবাসীদের বরাবরই গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তাঁদের সঙ্গে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।