পুজোর মধ্যে ডাকা যাবে না অভিষেককে, ইডিকে স্পষ্ট বার্তা হাইকোর্টের

৩ অক্টোবরের সমন নিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানান তদন্তে যেন কোনও বাধা না আসে।

Must read

কোন সঠিক প্রমাণ ছাড়াই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। দু বার ইডি দফতরে নিয়মমাফিক হাজিরা দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদের পর তিনি স্পষ্ট করেই জানান কোনও তথ্য নাকি পায়নি ইডি। ৩ অক্টোবর হাজিরা দিতে না পারার ফলে ৯ অক্টোবর ফের তলব করা হয়েছে তাঁকে। তাঁর স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়কেও ১১তারিখ ডেকে পাঠানো হয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সমনে আপত্তি জানায়নি। কিন্তু এবার হাইকোর্টের তরফে জানানো হয় দুর্গা পুজোর কয়েকদিনের মধ্যে তাঁকে তলব করা যাবে না।

আরও পড়ুন-রাজভবনের গেটের সামনে রাতভর ধর্নায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশানায় রাজ্যপাল

৩ অক্টোবরের সমন নিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানান তদন্তে যেন কোনও বাধা না আসে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। বৃহস্পতিবার শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবী আবেদন করেন পুজোর পাঁচদিন অগ্রিম রক্ষাকবচ দেওয়ার জন্য। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেন বলেন, সমন ইস্যু করতে হলে ১৯ অক্টোবরের আগে বা ২৬ অক্টোবরের পর অর্থাৎ পুজোর পর করতে হবে।

 

Latest article