চলছে রমজান (Ramadan) মাস। মঙ্গলবার থেকে শুরু রোজা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান পবিত্র মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদ-উল ফিতর উদযাপন করা হয়। সকলকে পবিত্র রমজান মাসের (Ramadan) শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে অভিনন্দন জানিয়ে অভিষেক লিখেছেন, “সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান আপনার জীবনকে শান্তি, আনন্দ এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করুক, সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তুলুক এবং বৃহত্তর সামাজিক সম্প্রীতি প্রচার করুক।”
Wishing everyone observing Ramadan a blessed and peaceful month ahead. May this holy season enrich your lives with peace, joy and spiritual enlightenment, fostering stronger bonds among communities and promoting greater social harmony. #RamadanKareem
— Abhishek Banerjee (@abhishekaitc) March 12, 2024
পবিত্র রমজান মাসে রোজা ব্রত রাখেন ইসলাম ধর্মাবলম্বীরা। ইসলামী ক্যালান্ডারের নবম মাস রমজান। ১২ মাস থাকলেও এই ক্যালেন্ডারে ৩৫৪ দিন রয়েছে। তাই প্রতি বছর রমজান মাস গ্রেগরীয়ন ক্যালেন্ডারের তুলনায় ১১ দিন এগিয়ে আসে। চাঁদ দেখার উপরই রমজানের শুরু এবং শেষ নির্ভরশীল। চাঁদ দেখার ওপর নির্ভর করে, রমজান মাস কখনও ২৯ দিন তো কখনও ৩০ দিন হয়। এরপর চাঁদ দেখে পালন নয় খুশির ঈদ।
আরও পড়ুন: এবার পরিচালক হিসেবেও অস্কার জিতলেন ক্রিস্টোফার নোলান