শুক্রবারই বিয়ে সেরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তাঁকে বিয়ের জন্য শুভকামনা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি নেতাকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, “দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন তাঁদের সুন্দর শুরুর জন্য। ভালোবাসার নিজস্ব সময়, ছন্দ রয়েছে। আপনাদের এক হওয়া সেই সত্যের একটি সুন্দর প্রমাণ। জীবনের এই নতুন অধ্যায়ে আপনাদের দু’জনের জীবনের হাসি, শান্তি এবং একে অন্যের সাহচর্য কামনা করছি।”
আরও পড়ুন- ফের কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া! অধরা অভিযুক্তরা