অভিষেক থাকতে পারেন ফাইনালে

ডায়মন্ড হারবার এফসি-র ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বললেন, দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যাপ্টেন।

Must read

প্রতিবেদন : ডায়মন্ড হারবার এফসি-কে সমর্থন করতে শনিবাসরীয় ডুরান্ড কাপের ফাইনালে যুবভারতীতে উপস্থিত থাকতে পারেন ক্লাবের কর্ণধার তথা চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদকে ক্লাবের তরফে অনুরোধ করা হয়েছে ফাইনালে মাঠে থাকার জন্য।
ডায়মন্ড হারবার এফসি-র ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বললেন, দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যাপ্টেন। তাঁকে আমরা ক্লাবের তরফে অনুরোধ করেছি, মাঠে আসার জন্য। তবে রাজনৈতিক ব্যস্ততা থাকে। যদি সময় বের করতে পারেন তাহলে নিশ্চয় ফাইনালে মাঠে এসে নিজের দলকে সমর্থন করবেন।

আরও পড়ুন-আইএসএল : সমাধান খুঁজতে বলল আদালত

বাংলার তৃতীয় ক্লাব হিসেবে ডুরান্ড জয়ের হাতছানি ডায়মন্ড হারবারের সামনে। স্বাধীনতার আগে ১৯৪০ সালে বিদেশি ক্লাবকে হারিয়ে অভিষেকেই ডুরান্ড কাপ জিতেছিল মহামেডান স্পোর্টিং। এরপর জেসিটি, এফসি কোচিন, মাহিন্দ্রা, গোকুলাম কেরল প্রথম সুযোগেই চ্যাম্পিয়ন হলেও বাংলার দ্বিতীয় দল হিসেবে অভিষেকেই ডুরান্ড জিতেছিল চিরাগ ইউনাইটেড। ফের একবার ডায়মন্ড হারবারের হাত ধরে নতুন ইতিহাসের সামনে বাংলার ফুটবল।

Latest article