ভোটের কথা মাথায় রেখে কাজ করি না, ‘সেবাশ্রয়’-এ কী কী পরিষেবা মিলবে বিস্তারিত জানালেন অভিষেক

Must read

ভোটের কথা মাথায় রেখে আমরা কাজ করি না, এবছর কোনও ভোট নেই। মানুষকে সুরক্ষিত রাখাই আমাদের কাজ। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির উদ্বোধনের পর জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Sebaashray)। পাশাপাশি তিনি জানিয়ে দেন, সাধারণ ক্যাম্পে বিনামূল্যে ওষুধ পাবে সাধারণ মানুষ। এছাড়া মডেল ক্যাম্প ও সাধারণ ক্যাম্পে থাকবে চিকিৎসকদের জন্য বিশ্রাম নেওয়ার ব্যবস্থা। তিনি নিজে জানিয়ে দেন কবে কোথায় ক্যাম্প হবে, কী কী পরিষেবা দেওয়া হবে এবং কী কী টেস্ট হবে সমস্ত জানিয়ে দেন স্বয়ং সাংসদ।

কবে কোথায় ক্যাম্প?

ডায়মন্ড হারবারের পরে ফলতা বিধানসভা ক্যাম্প হবে ১২ জানুয়ারি-২১ জানুয়ারি। বিষ্ণুপুর বিধানসভা এলাকায় ২২ জানুয়ারি-৩১ জানুয়ারি ৪৭টি ক্যাম্প হবে। মেটিয়াবুরুজ বিধানসভায় ১ ফেব্রুয়ারি-১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৬টি ক্যাম্প হবে। সাতগাছিয়া বিধানসভায় ১২ ফেব্রুয়ারি- ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫টি ক্যাম্প হবে। বজবজ বিধানসভায় ২২ ফেব্রুয়ারি-৩ মার্চ পর্যন্ত ৪২টি ক্যাম্প হবে। মহেশতলা বিধানসভা এলাকায় ৪ মার্চ -১৩ মার্চ পর্যন্ত ৪৫টি শিবির হবে। এরপরে ১৬ মার্চ-২০ মার্চ মেগা ক্যাম্প আয়োজিত হবে। সব ক্যাম্পের ফলোআপ হিসেবে ওই ৫ দিন ৩০০টি জায়গায় একসঙ্গে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফলোআপ ক্যাম্প হবে।

কী কী থাকবে?

প্রত্যেকটি বিধানসভা এলাকায় ১টি করে মডেল ক্যাম্প ও বাকিগুলি সাধারণ ক্যাম্প আয়োজিত হবে। সাধারণ ক্যাম্পে রোগীদের জন্য একটি করে রেজিস্ট্রেশন এবং হেল্প ডেস্ক থাকবে। ২টি করে চিকিৎসকের চেম্বার, চিকিৎসকের বিশ্রামের ঘর, রোগীদের ওয়েটিং এরিয়া থাকবে। চিকিৎসার জায়গা থাকবে।
বিনামূল্যে ওষুধের ফার্মেসি থাকবে। স্ট্রেচার, হুইলচেয়ার-সব থাকবে। স্বেচ্ছাসেবক, নার্স, ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে সকলে থাকবেন। মডেল ক্যাম্পে ২টি সিসিইউ শয্যা, ক্যান্সার স্ক্রিনিং, ইউসিজি থেকে শুরু করে আরও একাধিক উন্নত চিকিৎসার সুবিধা থাকছে।

কী কী পরিষেবা?

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। রোগীদের টোকেন আইডি দেওয়া হবে। সচেতনতা পুস্তিকা দেওয়া হবে রেজিস্ট্রেশনের পরে। সেখানেই রক্তচাপ, ডায়াবিটিস, ক্যান্সার, ডেঙ্গি, ম্যালেরিয়া, স্ট্রোক বা কিডনির সমস্যার জন্য কী কী করা উচিত সেই সংক্রান্ত উপদেশ থাকবে। প্রেসক্রিপশন লেখার জায়গা থাকবে।

কী কী টেস্ট?

বিএমআই, রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ইসিজি, ট্রিপল সেরোলজি, এইচআইভি, হেপাটাইটিস পরীক্ষা। নেবুলাইজার, অক্সিজেন কনসেনট্রেটর, পালস অক্সিমিটার থেকে শুরু করে আরও অনেক সুবিধা থাকছে।

আরও পড়ুন-সুস্বাস্থ্যই লক্ষ্য! অভিষেকের হাত ধরে শুরু ‘সেবাশ্রয়’, ঘুরে দেখলেন পরিকাঠামো

কী কী করা হবে?

সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের জন্য একটি রেফারেল সিস্টেম তৈরি হয়েছে। প্রয়োজনে ক্যাম্প থেকে ১২টি হাসপাতালে রেফার করা হবে। একটি টিম থাকবে ফলোআপের জন্য। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ, এসএসকেএম, বাঙ্গুর নিউরো, এম আর বাঙ্গুর, বিদ্যাসাগর স্টেট জেনারেল, ক্যালকাটা মেডিক্যাল, চিত্তরঞ্জন মেডিক্যাল, আরজিকর মেডিক্যাল, কলকাতার নিউরোসায়েন্স ইনস্টিটিউট-সহ মোট ১২টি হাসপাতালে প্রয়োজনে রেফার করা হবে।

প্রতিটি জায়গায় স্ট্যান্ডবাই অ্যাম্বুল্যান্স থাকবে। প্রতিটি শিবির শুরু হওয়ার আগে ও পরে স্যানিটাইজ করা হবে। প্রতিদিন চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সাংসদ।

একইসঙ্গে অভিষেকের সংযোজন, “অনেকেই ভাবেন এত বড় কর্মযজ্ঞ হবে কী ভাবে, আগে শুরু করতে হবে। আমরা চেষ্টা করেছি। মানুষের ভালোবাসায় আমরা এই কর্মসূচি শুরু করলাম। আমার আশা ভারতকে পথ দেখাবে এই কর্মসূচি। ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে প্রতিটি বিধানসভায় ক্যাম্প হওয়ার সময় সেখানে যাবেন বলেও এ দিন জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, “যাঁরা আমাকে ভোট দিয়েছেন আমি তাঁদেরও সাংসদ, যাঁরা দেননি তাঁদেরও সাংসদ…আজকের এই আয়োজন সবার।” তিনি আরও জানান, সমাজের চোখ হচ্ছে সংবাদমাধ্যম, কোনও ভুল থাকলে ধরিয়ে দেবেন। আমরা যে প্রচেষ্টা নিয়েছি তা দেশের কাছে দৃষ্টান্ত, আগামিদিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Latest article