‘তৃণমূলে নবজোয়ার’ নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার এই যাত্রার ১৫ তম দিনেও সেই প্রথম দিনের মতোই স্বতঃস্ফূর্ত উন্মাদনার ছবি চোখে পড়ল। পঁচিশে বৈশাখ কবিগুরু স্মৃতিধন্য বীরভূমে (Birbhum) অভিষেকের আগমনে সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। নলহাটি থেকে বীরভূমের মুরারই, কিংবা হাঁসনের বিধানসভার মানুষের সঙ্গে আলাপচারিতা- স্বতঃস্ফূর্ত অভিষেক (Abhishek Banerjee), মুখে সেই অমলিন সারল্যের হাসি।
আরও পড়ুন- কবিগুরু চিরকাল বিভেদের বিরুদ্ধে কথা বলেছিলেন, মোদি-শাহদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
সকাল থেকে এত মানুষের সঙ্গে জনসংযোগ করার পরও ক্লান্তিহীন তৃণমূল কংগ্রেসের সৈনিক সন্ধ্যায় পৌঁছে গেলেন পুণ্যতীর্থ তারাপীঠ মন্দিরে (Tarapith Temple)। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার ছুঁয়ে দেখতে উপচে পড়া ভিড় মন্দির চত্বরে। কোনও বিশেষ সুবিধা নেওয়া নয় বরং একেবারে সাধারণ ভক্তদের মতোই মন্দিরে প্রবেশ করে সেখানকার নিয়ম মেনে অভিষেক গেলেন তারামার দর্শনে। সেখানে পুরোহিতের পরামর্শ মতো পঞ্চ প্রদীপ থেকে শুরু করে চামর পর্যন্ত রীতি মেনে আরতি করলেন। ততক্ষণে ভিড় বাড়তে শুরু করেছে মন্দিরে। পুজোর পর ফের চলে এলেন সাধারণ মানুষের মাঝে। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। আবদার মেনে হাত মেলালেন সবার সঙ্গে। রাতে অধিবেশন, তাই তারাপীঠ মন্দির থেকে ফের নবজোয়ারের পরবর্তী পদক্ষেপের উদ্দেশ্যে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।