দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে সবাইকে। বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৩০ মিনিট ধরে চলে সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। অভিষেক সাফ জানান, দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন।
আরও পড়ুন- CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের
মঙ্গলবার, রাতেই সংসদের অধিবেশনে যোগ দিতে এবং দলীয় সংসদদের সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। এদিন সকালে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানে লোকসভার দলনেতার নির্দেশ, কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বা অন্য কোনও বিষয়ে সংসদে প্রস্তাব আনতে হলে লোকসভা ও রাজ্যসভার সংসদদের চিফ হুইপ ও ডেপুটি লিডারের অনুমতি নিতে হবে। সম্প্রতি এই বিষয়ে তৃণমূলের মহিলা সাংসদের মধ্যে এই বিষয়ে মতানৈক্য হয়। সেই কথা পৌঁছয় অভিষেক কানে। তার পরেই বৈঠক ডাকেন তৃণমূলের সেনাপতি। হাজির ছিলেন দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, জুন মালিয়া, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ-সহ দিল্লিতে উপস্থিত তৃণমূলের সাংসদরা।

