প্রতিবেদন : আজ রবিবার দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে যোগ দেবেন সংসদের বাদল অধিবেশনে। মণিপুর নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা তৃণমূল কংগ্রেস টিম একযোগে এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। দলের সাংসদরাও সংসদের ভিতরে ও বাইরে মণিপুর নিয়ে আওয়াজ তুলবেন।
আরও পড়ুন-দেশের লজ্জা বিজেপির মণিপুর, আরও এক ভয়ঙ্কর ঘটনা চেপে যায় বিজেপি সরকার
সোমবার সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে সকাল ১০টায় বিরোধীরা শামিল হবেন প্রতিবাদে। ইন্ডিয়ার তরফে এই প্রতিবাদে শামিল হতে পারেন অভিষেক নিজেও। তবে একথা অনস্বীকার্য যেভাবে গত দু’মাস ধরে দেশবাসীকে বোকা বানিয়ে মণিপুরের নৃশংস ঘটনাগুলি চেপে গিয়েছে বিজেপি সরকার, এবার সংসদের ভিতরে তার প্রতিবাদে ঝড় উঠতে চলেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকা মানে সেই প্রতিবাদ হবে আরও জোরালো, আরও তীব্র।