প্রতিবেদন : প্রধানমন্ত্রীর আজকের ভাষণে নতুনত্ব কিচ্ছু নেই।
তিনি এখন যা বলছেন, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যের জেরক্স কপি। সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে বিদেশের মাটিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগ্রাসী ভঙ্গিতে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমালোচনা করেছেন এবং পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আগেই জানিয়েছেন। এদিন প্রধানমন্ত্রী নতুন কী বললেন? সবই তো অভিষেক আগেই বলে দিয়েছেন! ফলে প্রধানমন্ত্রীর এই ভাষণের কোনও তাৎপর্য নেই। স্পষ্ট বক্তব্য তৃণমূল কংগ্রেসের।
অভিষেক বিদেশ সফরে প্রতিটি দেশেই বলেছেন, পিওকে নিয়ে আলোচনা হোক। পাক অধিকৃত কাশ্মীর ফেরানোর ব্যাপারে প্রসেস শুরু হোক। তৃণমূলের প্রশ্ন, এদিন প্রধানমন্ত্রীর ভাষণে এই সম্পর্কিত কোনও কথা তো শোনা গেল না! এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অভিষেক পাকিস্তানকে আক্রমণ করে— সন্ত্রাসবাদকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। সেইসঙ্গে কুণালের সংযোজন, এই আক্রমণটা প্রথম করেছে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রধানমন্ত্রী আজ যা বলেছিলেন এর মানে কী? যতজন প্রতিনিধি এই সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন তাঁদের মধ্যে ‘বেস্ট পারফরম্যান্স’ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনেক আগে থেকেই তিনি পাক অধিকৃত কাশ্মীরের প্রশ্ন তুলেছেন। আসলে প্রধানমন্ত্রী টেলিপ্রমটার দেখে বক্তৃতা করেছেন। আর যিনি এটা লিখে দিয়েছেন তিনি পুরোটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ থেকে টুকেছেন। কটাক্ষ তৃণমূলের। পাকিস্তানের ভূমিকার নিন্দা করেছেন। সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছেন।
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পার্টি লাইন স্থির করে দিয়েছেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিধ্বনিত করেছেন। অভিষেক প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানকে খোলাখুলি আক্রমণ করেছেন। শুধু বিশেষণ দেওয়া নয়। অপারেটিভ পার্টও বলেছেন। বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার কথা বলছেন। বলছেন, শুরু হোক প্রসেস। প্রধানমন্ত্রী এত কথা বললেন সেখানে তো এই প্রসঙ্গে কোনও কথা নেই! তোপ তৃণমূলের। প্রধানমন্ত্রী যা বলেছেন সেগুলো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন। প্রধানমন্ত্রী পাকিস্তানকে কী বললেন না বললেন এর মধ্যে অতিরিক্ত কোনও তাৎপর্য দেখছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অপারেটিভ পার্ট বলেছিলেন। কাশ্মীর ফেরত আনার প্রসেস শুরু করুন— সেগুলো কোথায়।
আরও পড়ুন: জগন্নাথধাম নিয়ে গদ্দারের কুৎসার জবাব তৃণমূলের, বীরবাহার কাছে ক্ষমা চান
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…