ইন্দাস: বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে অভিষেক, দেখা করলেন আহতদের সঙ্গেও

Must read

আজ, সোমবার বাঁকুড়া (Bankura) থেকে ফের নবজোয়ার কর্মসূচি শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পৌঁছেই ইন্দাসে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। বজ্রাঘাতে আহত হন একাধিক। এদিন তাঁদের সঙ্গেও কথা বলেন তৃণমূল সাংসদ। অভিষেককে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাঁরা। তাঁদের পাশে থাকার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কেন্দ্রের এজেন্সি রাজের জেরে তৃণমূলে থামিয়ে রেখে শনিবার নিজাম প্যালেসে CBI দফতরে আসতে হয় শুক্রবার, বাঁকুড়ায় যেখানে শেষ করেছিলেন, সোমবার সেখান থেকেই আবার জনসংযোগ যাত্রা শুরু করেন (Abhishek Banerjee) অভিষেক। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, “এতদিন নবজোয়ারে জনস্রোত দেখে বিজেপির আতঙ্কিত হয়েছে। এবার জনপ্লাবন দেখে রাতের ঘুম উড়ে যাবে।“ ২৫ এপ্রিল থেকে বাংলার বুথে বুথে ঘুরছেন অভিষেক। চলছে প্রার্থী নির্বাচনে গোপন ব্যালটে অভিনব ভোট। পথে চলতে স্থানীয়দের অভাব-অভিযোগ শুনে সমাধান করছেন মুশকিল আসান অভিষেক। এখন তাঁর অপেক্ষায় ছিল বাঁকুড়াও। ইন্দাসের নিহতদের পরিবার তাঁকে কাছে পেয়ে নিজেদের দুঃখের কথা জানান। সবা সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের জল মুছিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে ৩২ ঘণ্টার ধর্না শুরু তৃণমূল মহিলা কংগ্রেসের

Latest article