প্রতিবেদন : সোমবারও জোড়া বৈঠক সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথম দফায় হুগলির আরামবাগ সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে এবং দ্বিতীয় দফায় ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। এদিনের বৈঠকে আরামবাগ সাংগঠনিক তৃণমূলের থেকে উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ, সভাপতি রামেন্দু সিংহরায়, যুব সভাপতি পলাশ রায়, মহিলা সভানেত্রী করবী মান্না। আগামী দিনের কর্মসূচি-সহ সাংগঠনিক দিক থেকে আগামী দিনে বিরোধীদের সাথে মোকাবিলা ও মানুষের কাছে আরও কীভাবে যাওয়া যায় সেই নিয়েই এদিন মূলত বৈঠক হয়। বৈঠক থেকে একাধিক নির্দেশ দেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বিহারের ৩৯ বিধানসভায় ২ লক্ষ ভুয়ো ভোটার, আশঙ্কাই সত্যি, তথ্য তুলে ধরে পর্দাফাঁস তৃণমূলের
আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহরায় বলেন, বৈঠকে বলা হয়েছে, আগামী দিনে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে যে উন্নয়নমূলক কাজ করে চলেছেন সেগুলো বেশি করে আরও মানুষের কাছে জানানো। আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি আমাদের চলছে সেটাকে আরও বেশি জোর দিয়ে মানুষের সমস্যার কথা জেনে সেগুলো সমাধানের দ্রুত ব্যবস্থা করা।
এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেই নিয়ে আগামী দিনে আরও বেশি করে সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে হবে।
প্রত্যেক এলাকার তৃণমূল নেতৃত্বকে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে হবে।
অভিষেকের নির্দেশ, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে সকলকে একসঙ্গে থেকে বিরোধীদের মোকাবিলা করতে হবে। আগামী দিনে যদি সংগঠনের কোনও রদবদল শীর্ষ নেতৃত্ব করে সেটা সবাইকে মেনে নিয়ে কাজ করতে হবে। এছাড়াও পুরশুড়া, আরামবাগ, খানাকুল অঞ্চলে আরও বেশি নজর দিতে হবে।
এছাড়াও আজকের বৈঠকে মূলত মানুষের কাজকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর মানুষের কাছে বেশি করে গিয়ে সমস্ত কাজের কথা তুলে ধরতে হবে। আর সামনেই বিধানসভা ভোট আগামী দিনে আমাদের লক্ষ্য এই কেন্দ্রে ছয়টা যে বিধানসভা রয়েছে সব জায়গায় ব্যাপক ভোটে জিততে হবে।