প্রতিবেদন : অপরিকল্পিত এসআইআর নিয়ে এখনও ধোঁয়াশা। আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে। কাজের চাপে বিএলওরাও অসুস্থ হয়ে পড়ছেন। অনেকের মৃত্যুও ঘটেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার মতুয়া-মহলে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁয় জনসভা থেকে দেবেন বার্তা। এদিকে সোমবার ফের মেগা ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-সংক্রান্ত রিভিউ হবে এই বৈঠকে। দলীয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতা মিলিয়ে ১০ হাজারের বেশি নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন-নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি পড়ে মৃত ৩ স্কুলশিক্ষক, আহত ১
এসআইআর আবহে এবার তৃণমূল বিশেষ নজর দিয়েছে মতুয়া-অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে। এই বৈঠকে সাংসদ ও বিধায়কদের পারফরম্যান্সও রিভিউ করা হবে। সেইসঙ্গে পরবর্তী দিকনির্দেশিকাও দেবেন অভিষেক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বিজেপির পরিকল্পিত চক্রান্ত রুখতে বদ্ধপরিকর তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই দিকনির্দেশনা করবেন। ভার্চুয়াল বৈঠকে দলের নেতারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি না, তা খতিয়ে দেখা হবে। কোন জেলার সাংগঠনিক দিকে আরও বেশি করে নজর দেওয়া দরকার তারও পর্যালোচনা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লেখেন। এই মারণ এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান নেত্রী। জানান, বনগাঁয় মতুয়া মহলে মানুষের পাশে থাকতে তিনি মিছিল ও জনসভা করবেন। নেত্রীর সেই সভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নেতৃত্ব। বনগাঁয় সভাস্থল এবং চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত এলাকার নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন।

