সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সফর চলাকালীন শুক্রবার জাপানের টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি।
আরও পড়ুন: অন্ধকারে নির্মাতারা, বিক্রি হয়ে গেল আস্ত সিনেমাটাই
জেডিইউয়ের সঞ্জয় ঝার নেতৃত্বে কেন্দ্রের ৯ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। বৃহস্পতিবার জাপানের ভারতীয় দূতাবাসে আলোচনার পর শুক্রবার সকালে টোকিওর ইয়াসুকুনি মঠে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে ভারত ও জাপানের ইতিহাসে উল্লেখিত অন্যতম দায়িত্বশীল বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন ও শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক। এদিন সকালে তিনি রাসবিহারী বসুর সমাধিস্থলেও গিয়েও কিছুটা সময় কাটান।