টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

Must read

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সফর চলাকালীন শুক্রবার জাপানের টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি।

আরও পড়ুন: অন্ধকারে নির্মাতারা, বিক্রি হয়ে গেল আস্ত সিনেমাটাই

জেডিইউয়ের সঞ্জয় ঝার নেতৃত্বে কেন্দ্রের ৯ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। বৃহস্পতিবার জাপানের ভারতীয় দূতাবাসে আলোচনার পর শুক্রবার সকালে টোকিওর ইয়াসুকুনি মঠে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে ভারত ও জাপানের ইতিহাসে উল্লেখিত অন্যতম দায়িত্বশীল বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন ও শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক। এদিন সকালে তিনি রাসবিহারী বসুর সমাধিস্থলেও গিয়েও কিছুটা সময় কাটান।

Latest article