স্বাস্থ্যসেবাকে সর্বজনীন-সহজলভ্য করার অঙ্গীকার অভিষেকের

Must read

বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যসেবাকে সর্বজনীন ও সহজলভ্য করার অঙ্গীকার পুনর্নবীকরণ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, স্বাস্থ্য পরিষেবা সর্বজনীন ও সহজলভ্য ও মানবিক হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। আমরা সেই সহজ অথচ গভীর বিশ্বাস থেকেই স্বাস্থ্য পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছি।

আরও পড়ুন- রামনবমীতে বিজেপি সরকারের উপহার গ্যাসের দাম বৃদ্ধি! কেন্দ্রকে তুলোধনা তৃণমূলের

সাধারণ মানুষকে পরিষেবা দিতে সম্প্রতি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে এলাকাবাসী স্বাস্থ্যপরীক্ষা করান, বিনামূল্যে ওষুধ ও টেস্টেরও বন্দোবস্ত করা হয়। প্রয়োজনে আরও উন্নত পরিষেবা দিতে হাসপাতালে স্থানান্তরিতও করা হয় রোগীদের। সেই আঙ্গিকে সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক্স বার্তায় জানান, ডায়মন্ড হারবারে আমরা মানুষের চিকিৎসা তাঁদের দোরগোড়ায় পৌঁছে দিই, দুয়ারে দুয়ারে চিকিৎসা সেবা প্রদান করি স্বাস্থ্যসেবাকে সর্বজনীন ও সহজলভ্য করে তুলতে।

Latest article