পুরুলিয়ায় বিশেষভাবে-সক্ষম ব্যক্তিকে সাহায্যের প্রতিশ্রুতি অভিষেকের

Must read

প্রতিবেদন: ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nobo Jowar) কর্মসূচিতে বুধবার পুরুলিয়ায় এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন কাশীপুরের অনুষ্ঠানে বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তিকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন তিনি। অনুষ্ঠানের ফাঁকে তাঁর কাছে উপস্থিত হন ঈশ্বরচন্দ্র বাউরি নামে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। তাঁর সংগ্রাম এবং সমস্যার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর শারীরিক অস্বস্তি লক্ষ্য করে তাঁর বসার ব্যবস্থা করে দেন অভিষেক। বাউরির কথা শুনতে ওখানেই হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। সব শুনে তাঁকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। স্থানীয় নেতৃত্বকে দ্রুত বাউরির বাড়ি গিয়ে দেখে আসতে বলেন। সঙ্গে তিনি বাউরিকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেন। এর আগে জলপাইগুড়ির ময়নাগুড়ি মন্দিরে বৃদ্ধা কাননবালা ঘোষের আর্তি শুনে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য পরিবহণ দফতরে তাঁর ছেলে সঞ্জয় ঘোষের চাকরির ব্যবস্থা করে দেন তিনি। ময়নাগুড়ি মন্দিরে বৃদ্ধার মুখ থেকে তাঁর ছেলে বিজেপির আশ্রিত দূষ্কৃতীদের হাতে কীভাবে খুন হয়েছিলেন সেকথা শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ছেলের অকাল মৃত্যু তাঁর পরিবারকে কীভাবে আর্থিক ভাবে সমস্যায় ফেলে দিয়েছে সেকথাও অভিষেককে বলেন বৃদ্ধা। তারপরই এগিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বিজেপিমুক্ত পুরুলিয়া গড়ার ডাক দিল জনতা

Latest article