প্রতিবেদন: নির্লজ্জ ত্রিপুরার বিজেপি সরকার। সকাল থেকেই চিত্রনাট্য তৈরি করা হচ্ছিল। রাতে গিয়ে সেই চিত্রনাট্যের অন্তিম পর্বে জানিয়ে দেওয়া হল আইন-শৃঙ্খলার কারণে বাতিল করা হল সোমবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা।
আরও পড়ুন-মুম্বই বনাম গোয়া
যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ত্রিপুরা যাচ্ছেন, আক্রান্ত এবং যাঁরা লড়াই করছেন তাঁদের পাশে দাঁড়াবেন। রবিবার রাতেই ত্রিপুরা পৌঁছতে চেয়েছিলেন সাংসদ। কিন্তু রাতে আগরতলায় বিমান নামার অসুবিধে থাকায় বাতিল করতে হয় সিদ্ধান্ত।
ত্রিপুরায় বিজেপির গুন্ডামি নিয়ে অভিষেক ট্যুইটে লেখেন, বিপ্লব দেব এতটাই নির্লজ্জ হয়ে গিয়েছেন যে এখন সুপ্রিম কোর্টের নির্দেশকেও তোয়াক্কা করছেন না। নিরাপত্তা না দিয়ে উল্টে বারবার গুন্ডা পাঠিয়ে আমাদের সমর্থক ও মহিলা প্রার্থীদের উপর হামলা নামিয়ে আনছেন। ত্রিপুরায় প্রহসনের গণতন্ত্র চলছে। মানুষই শেষ কথা বলবেন। আজ সোমবার আগরতলায় বিকেল ৩টেয় তাঁর সাংবাদিক সম্মেলন।