প্রতিবেদন : জয়নগরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় অপরাধীর ফাঁসির সাজা হওয়ায় রাজ্য পুলিশের সিট এবং পুলিশ সুপার পলাশ ঢালিকে অভিনন্দন জানিয়ে এক্স-হ্যান্ডেলে বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন-দিনের কবিতা
সেখানে তিনি লিখেছেন, বিচার দ্রুত এবং দৃষ্টান্তমূলক হওয়া দরকার। যেমন জয়নগরের ঘটনায় মাত্র ৬২ দিনে ফাঁসির সাজা ঘোষণা করল বারুইপুরের পকসো আদালত। পুলিশের তৎপরতায় মাত্র ২৫ দিনে চার্জশিট জমা পড়েছিল। এরপরেই অভিষেক লেখেন, পরের ধাপ হওয়া উচিত দেশ জুড়ে অপরাজিতা অ্যান্টি রেপ আইন চালু হওয়া। একমাত্র কঠোর আইনই পারে এই ধরনের সামাজিক অবক্ষয় ও অপরাধকে রুখতে।