প্রতিবেদন: ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ৩ এপ্রিল এক বিবৃতিতে আইএসএফ বিধায়ক ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর এই ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বিবৃতির জেরেই এবার তাঁকে আইনি নোটিশ ধরালেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু।
আরও পড়ুন-বড়বাজার পরিদর্শনে সিপি
সেদিন ওই বিবৃতিতে ভাঙড়ের বিধায়ক ৩ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদে থাকা নিয়েই প্রশ্ন তোলেন। এরপরই তাঁকে আইনি নোটিশ পাঠালেন অভিষেকের আইনজীবী। তিনি বলেন, সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে নওশাদ সিদ্দিকি গুজব ছড়াচ্ছেন। তাঁর বিবৃতি ও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তা অস্বীকার করেছেন। বিলের ওপর ভোটাভুটি চলাকালীন উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ। অভিষেকের উপস্থিতির প্রমাণ হিসেবে সেদিনের একটি ছবিও পাঠিয়েছেন তিনি।