প্রতিবেদন : প্রতিবেশী পাকিস্তানের সন্ত্রাসবাদ কায়েম করা নিয়ে বিশ্বমঞ্চে সরব হতে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর বন্দুকবাজ হামলার পর ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’-এ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে। সেই কথাও বিশ্বের দরবারে তুলে ধরবেন প্রতিনিধিরা।
পাকিস্তানের সন্ত্রাসবাদী মুখোশের কথা গোটা বিশ্বকে জানাতে বুধবার দিল্লি থেকে রওনা হল সর্বদলীয় প্রতিনিধিদল।
জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল। দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এছাড়াও রয়েছেন সাংসদ ব্রিজ লাল, অপরাজিতা সারনাগি, প্রদান বড়ুয়া, হেমাঙ্গ যোশী, সঞ্জয়কুমার ঝা, জন ব্রিটাস।
পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে প্রতিবেশী দেশের কোনও সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি। বেছে বেছে জঙ্গিদের নিশানা করা হয়েছে। অথচ পাকিস্তান ভারতের সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলে এসেছেন, দেশের সুরক্ষা ও নিরাপত্তাকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রাধান্য দিতে হবে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষা প্রশ্ন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলেছেন। মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পরই সর্বভারতীয় প্রতিনিধি দলে অভিষেকের নাম প্রস্তাব করেন। সেই মতো দিল্লি রওনা দেন অভিষেক। দিল্লিতে অন্য সাংসদদের সঙ্গে মিলিত হয়ে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরতে।
আরও পড়ুন- হাতিয়ার ভুল তথ্য ও মিথ্যে প্রচার, ফের বাংলাকে অশান্ত করার চক্রান্ত বিজেপির