পাকিস্তানের সঙ্গে ম্যাচ হোক LOC-তে, ট্রফি POK জেতা: ক্রিকেট-রাজনীতির তীব্র নিন্দা অভিষেকের

Must read

পাকিস্তানের সঙ্গে কোনও ক্ষেত্রেই ভারতের সৌহার্দ্য নয়। পাকিস্তানের সঙ্গে আমাদের একমাত্র জড়িত থাকা উচিত যুদ্ধক্ষেত্রে এবং জয়ের একমাত্র পুরষ্কার হল পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীর (POK)। পাকিস্তানের ক্ষেত্রেও খেলাকে রাজনীতির বাইরে রাখার বিরোধিতায় সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, দিল্লি যাওয়ায় আগে নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয় নিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, “পাকিস্তানের সঙ্গে মাত্র একটি ভাষাতেই সম্পর্ক রাখা যেতে পারে, তা হল রণক্ষেত্র।“

এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ”এই পৃথিবীতে কোথাও ভারতের উচিত নয় পাকিস্তানের সঙ্গে কোথাও জড়িত হওয়া। একমাত্র জড়িত থাকা উচিত যুদ্ধক্ষেত্রে। একমাত্র পুরষ্কার জেতা উচিত পাক অধিগৃহীত জম্মু-কাশ্মীর জিতে নেওয়া।” পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার বিরোধিতা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন ”দশকের পর দশক পাকিস্তান এই দেশে সন্ত্রাস চালিয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। একাধিক পরিবার রক্তাক্ত হয়েছে, প্রিয়জন হারিয়েছে। এর পরে রাজনীতিকে ক্রীড়াক্ষেত্র থেকে দূরে রাখা উচিত বলার সময় নয়। এটা এখন বন্ধ করার সময়। শহিদদের রক্ত মুছতে কোনও ক্রিকেট পিচ যথেষ্ট নয়। আমাদের তেরঙ্গা সবার ওড়ে কেবলমাত্র ব্যাট-বলের কারণে নয়। আমাদের সশস্ত্র বাহিনীর অতুলনীয় শৌর্য ও লড়াকু মানসিকতার জন্য।”

তীব্র হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, দশকের পর দশক ধরে পাকিস্তান এদেশে জঙ্গি পাঠিয়েছে। তারা আমাদের দেশকে রক্তাক্ত করেছে। দেশের মানুষ ও তাঁদের পরিবারের অপূরণীয় ক্ষতিসাধন করেছে।

আরও পড়ুন- শুরু ‘অপারেশন মহাদেব’, শ্রীনগরে খতম ৩ পাকিস্তানি জঙ্গি

অভিষেকের কথায়, ”আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্ব বোধ করি। আমি নিজেও ক্রিকেট খেলাকে শ্রদ্ধা করি। কিন্তু, যখন দেশের প্রশ্ন ওঠে, তখন আমরা আমাদের সেনানীর কাছে দায়বদ্ধ। আমরা যখন স্টেডিয়ামে আনন্দে চিৎকার করি, জয়ধ্বনি দিই, তখন এই সেনাবাহিনীই সীমান্তে অতন্দ্র পাহারা দেয়। যখন তাঁরা রক্তাক্ত হন, তখন অন্য খেলা করেন।
যারা সীমান্ত জুড়ে আমাদের দিকে বুলেট ছুড়ে চলেছে, তাদের সঙ্গে করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দেওয়া কোনও কূটনীতি হতে পারে না। এটা জঘন্য বেইমানি! এবার বিচার চাই। কোনও আমোদ-বিনোদন নয়। আমাদের লক্ষ্য তা হতে পারে না। পাকিস্তানের সঙ্গে খেলাই হয়, তাহলে তা হোক নিয়ন্ত্রণরেখা বরাবর। আমাদের লক্ষ্য একমাত্র ট্রফি জয়ের লক্ষ্য হোক পাক অধিকৃত জম্মু-কাশ্মীর জিতে ফেরা। তার কম কিছু হলে, তা হবে আমাদের শহিদদের প্রতি অসম্মান।”

পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানের মুখোশ খুলেতে ভারতের প্রতিনিধিদলের অংশ হিসেবে বিভিন্ন দেশে গিয়েছেন অভিষেক। সেখানে যেভাবে হুমকি দিয়েছিলেন, এদিনও সেই ভাষাতেই লেখেন তিনি।

Latest article