সংবাদদাতা, ডায়মন্ড হারবার : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গত একমাসে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন প্রায় ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ। সোমবার সাতগাছিয়ায় একটি সেবাশ্রয় ক্যাম্প পরির্দশন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়ার বিদ্যানগর মাল্টিপারপাস উচ্চবিদ্যালয়ের মাঠে সেবাশ্রয় শিবিরে সাংসদকে স্বাগত জানান অগণিত মানুষ। অভিষেককে (Abhishek Banerjee) একবার দেখার জন্য রাস্তার ধারে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ। এদিন ক্যাম্পে রোগীর পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সাংসদ। কার কী সমস্যা রয়েছে, মন দিয়ে সেসব শুনে তার প্রতিকার সম্বন্ধে আলোচনা করেন তিনি। সাতগাছিয়ার নোদাখালি এলাকার বাসিন্দা বছর ৫৫-র সুখদেব আদক রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে হঠাৎ কোমর অসাড় হয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, প্যারালাইসিস। এদিন সেই ঘটনা শুনে সাংসদ অভিষেক সেবাশ্রয়ের মাধ্যমে তাঁর চিকিৎসার দায়িত্ব নেন। আগামী দু’দিনের মধ্যে সুখদেবকে বেসরকারি অ্যাপেলো হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছেন অভিষেক।
আরও পড়ুন-শুনানির নোটিশ পেয়ে আতঙ্কে আলিপুরদুয়ারে আত্মঘাতী প্রৌঢ়

