হাসিবুলকে দেখতে হাসপাতালে অভিষেক

মেরুদণ্ডে টিউমার নিয়ে সেবাশ্রয়ের ক্যাম্পে এসেছিলেন শেখ হাসিবুল (Seikh Hasibul) । পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না

Must read

প্রতিবেদন : মেরুদণ্ডে টিউমার নিয়ে সেবাশ্রয়ের ক্যাম্পে এসেছিলেন শেখ হাসিবুল (Seikh Hasibul) । পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। আশা ছিল সেবাশ্রয়ে মিলবে চিকিৎসা। কিন্তু সেবাশ্রয়ের ক্যাম্পে সেই অস্ত্রোপচারের প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে হাসিবুলকে ভর্তি করানো হয়েছিল

আরও পড়ুন-দেশে রেকর্ড উৎকর্ষ বাংলা থেকেই চাকরি ১০ লক্ষের, আরও ৫ লক্ষ পাইপ লাইনে

কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে। সেখানেই গত ১০ ফেব্রুয়ারি হাসিবুলের মেরুদণ্ডের টিউমার সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। শনিবার সেই হাসপাতালে গিয়ে হাসিবুলের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সাক্ষাতের ছবি ফেসবুকে শেয়ার করে অভিষেক লেখেন, আজ আমি যখন তাঁর সঙ্গে দেখা করি, তাঁর মধ্যে অনাবিল আনন্দ ও আশার সঞ্চার দেখে আমি পূর্ণতার এক অবর্ণনীয় অনুভূতি অনুভব করেছি।

Latest article